"আপনি যত জ্ঞান অর্জন করবেন,আল্লাহ্র প্রতি আপনার ভয় তত বাড়বে।"--প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর সাহাবী হযরত আবু বকর (রাঃ) ***কুরআন এবং হাদীসের এর তথা ইসলামের জ্ঞান যার যত বেশী তার তত বেশী নম্র ও বিনয়ী এবং আল্লাহ্র প্রতি তাকওয়া সম্পন্ন হওয়ার কথা।কারন জ্ঞানের ভারে মানুষের আত্মা নুয়ে পরে ১ আল্লাহ্র প্রতি পরম কৃতজ্ঞতায়।যদি দেখেন কারোর প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রী আছে অথচ সে অনবরত কারো না কারোর নামে নিন্দা করেই চলেছে তাহলে বুঝবেন সেই ব্যক্তির জ্ঞান তার আত্মা পর্যন্ত পৌঁছায়নি।সেই ব্যক্তির কাছে তার অর্জিত জ্ঞানটা হল শুধুই অন্যদের ছোট করার হাতিয়ার।
[sourse-
আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য]
No comments:
Post a Comment