Thursday, 5 March 2015

প্রবিত্র কুরআনে বর্ণিত সহীহ আকিদা সংক্রান্ত মাসালা


প্রবিত্র কুরআনে বর্ণিত সহীহ
আকিদা সংক্রান্ত মাসালা,

যা মুসলিমদের জানা খুবই জরুরী।

(১) আল্লাহকে কেহ
দুনিয়াতে দেখতে পাবে না।
# দলিলঃ- সূরা শুরা-৫১আন-আম-১০৩


(২) আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব
জানে না।
‪#‎দলিলঃ‬-সূরা নামল-৬৫.আন-আম-৫
৯,আরাফ-১৮৭,১৮৮,সাবা-১৪,আহযাব-৬
৩,ইউনুস-২০


(৩) আল্লাহকে ডাকতে অন্য কোন
ভায়া, মাধ্যম লাগে না।
#দলিলঃ-সূরা ফাতেহা-৪,ইউনুস-
১৬০,বাকারা-১৮৬,
আরাফ-১৮০,আনকাবুত-১৭,মুমিন-৬০,স
াফফাত-৭৫

(৪) সকল বিষয়ে হ্মমতার একমাত্র
মালিক আল্লাহ তায়ালা।
#দলিলঃ-সূরা বাকারা-১০৯,হুদ-
১২৩,ইমরান-২৬,১৬৫,মায়েদাহ-১৭,৪০

(৫) আল্লাহই গরীবে নেওয়াজ
বা গরীবের সাহায্যকারী,গাউ
সুল আজম বা বিপদে বড় উদ্ধার
কর্তা।
দলিলঃ-সূরা মুহাম্মাদ-৩৮,আম
্বিয়া-৮৮,ফাতিহা
-৪,ইব্রাহীম-৬দো
হা-৮,বনী ইসরাইল-৬৭.

৬) সিজদার একমাত্র মালিক
আল্লাহ।
#দলিলঃ-
সূরা হামিম-৩৭,ফাতেহা-৪

(৭) পীর বা সূফী অর্থ আল্লাহর
কাছে পৌছানোর মাধ্যম,কাশফ
অর্থ গায়েব জানা,ফানাফিল্লা
হ অর্থ আল্লাহর
সাথে মিশে যাওয়া ইত্যাদি আকীদা কুরআন
ও হাদীসের বিপরীত।
# দলিল :-সূরা যুমার-৩,ইউনুস-৪
০,১০৬,আনকাবুত-৪১,নামল-৬৫,শূরা-১১,
নাজম-২৩,কাফ-৫,আশ-শূরা-২১৩,আহকা
ফ-৫-৬
[[সূরা যুমার-৩[www.quran.com/39/3],ইউনুস-০[ www.quran.com/10/40],১০৬[ www.quran.com/10/106],আনকাবুত-৪১[ www.quran.com/29/41],নামল-৬৫[ www.quran.com/27/65],শূরা-১১,নাজম-২৩[ www.quran.com/53/23],কাফ-৫[ www.quran.com/50/5],আশ-শূরা-২১৩[ www.quran.com/42/213],আহকা--[ www.quran.com/46/4-6]]

(৮) তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ
মাফ করবেন,শিরক্ ছাড়া।(কোন
ভায়া-মাধ্যম লাগবে না)

‪#‎দলিল‬:-সূরা যুমার-৫৩,নিসা-১

১০,বাকারা-১৬০,ত
াওবা-৯৯,ফুরকান-৭০-৭১.

(৯) সুপারিশের মালিক একমাত্র
আল্লাহ (পীর,বূযূর্গ নহে)
#দলিল:-সূরা বাকারা-২৫৫,মরিয়
ম-৯৩-৯৫,আস-সেজদাহ-৪,নাবা-৩৮,ইউ
নুস-৩

(১০)
পীর,অলী,আউলিয়া বা আলেমের
চূড়ান্ত চূড়ান্ত দলিল মানা রব
মানার সমান!
#দলিল:-সূরা তাওবা-৩১,আরাফ-৩

(১১) বিচার ফায়সালা বা সঠিক
সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ
এবং রাসূল(সঃ)চূড়ান্ত।
#দলিলঃ-সূরা মায়েদা-৪৪,৪৫,৪৭
,নিসা-৫৯, হাশর-৭,নূর-৫১,৫৪

(১২) ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম
গ্রহণ করা হবে না।
#দলিল-সূরা আল-ইমরান-১৯,৮৫

(১৩) নবী মুহাম্মাদ(সঃ)নূ
রে নয়,মাটির তৈরী
#দলিল-সূরা হামীম-৬,কাহাফ-১
১০,ইমরান-১৬৪,তা
ওবা-১২৮,বনী ইসরাইল-৯৩,৯৫(সহীহ
বোখারী-৬৯৬৭)মারেফুল কুরআন-
পৃঃ-৮০(মুসলিম,যুহদও রাক্কায়িক
অধ্যায়,হা/৫৩৪)

(১৪) নবী মোহাম্মাদ(সঃ)
গায়েব
জানে না এবং ফেরেশতেরাও
জানে না,আল্লাহ
জানালে জানেন।
#দলিল-সূরা আন-আম-৫০,৫৯,আরা
ফ-৫৫,১৮৭,১৮৮,মূলক-২৬,সাবা-১৪,ত
াওবাহ-৭৮,৯৪,১০৫
,আহযাব-৬৩,সূরা লুকমান-৩৪,ইউনুস
,১০:২০,হুদ,১১:৪৯,নামল,২৭:৬৫,নাহল
১৬:৭৭(ফতহুম বারী,সপ্তম
খন্ড,পৃ,৪৯৭,ইবনে হিশাম,২য়
খন্ড,পৃ,৩৩৭)

(১৫) নবী কারীম (সঃ)ইন্তেকাল
করেছেন
#দলিল-সুরা যুমার-৩০,আল-ইমর
ান-১৪৪,আম্বিয়া-৩৪,৩৫,ইমরান-৪৪,
ইউসুফ-১০২

(১৬) নবী মুহাম্মাদ(সঃ)কে অনুসরণ
করা ফরজ।
#দলিল-সূরা আল-ইমরান-৩২,১৩২
,তাওবা-২৯,মুহাম্মাদ-৩৩,আনফাল-১
,হাশর -৭নিসা-১৪,৮০, আহযাব
-৩৬,৭১,জ্বীন-২৩

বিদ্রঃ নিজ নিজ
দায়িত্বে শেয়ার /
পোষ্টি করে আপনার বন্ধুদের
নিকট পৌছিয়ে দিন।

No comments:

Post a Comment