Wednesday, 27 May 2015

SurahFatiha : Words miracle of Quran : 70Kabirah sins




ইমাম হাফিয ইবনে কাসীর (রাহিমাহুল্লাহ)-এর Book of the End।


ইসলাম-এর এ্যাকাডেমিক শাস্ত্রে একটি আলাদা Field of Study আছে। যার নাম Islamic eschatology. যার অর্থ মহাবিশ্ব ধবংস তত্ব বা পরলোক তত্ব। আরবীতে আখিরাত, কিয়ামাহ, ফিতান এই বিষয়গুলো একত্রে এই শাস্ত্রের অধীনে আলোচনা করা হয়।
.
এই বিষয়ের একটি বিখ্যাত Classic গ্রন্থ হলো ইমাম হাফিয ইবনে কাসীর (রাহিমাহুল্লাহ)-এর Book of the End।প্রায় একই বিষয়ে ইসলামের অসংখ্য স্কলারদের রয়েছে আলাদা গ্রন্থ। এই বিষয়টির উপরে যুগে যুগে রচিত হয়েছে বহু বই ও গবেষণা পত্র। হয়েছে বহু আলোচনা ও বিভিন্ন তত্বের ব্যাখা বিশ্লেষণ। এমনকি পবিত্র হাদীস গ্রন্থ সমূহের প্রণেতাদের প্রায় সকলেই তাদের স্বীয় গ্রন্থে এই বিষয়টির জন্য আলাদা শিরোনামে কম-বেশী একটি নামে আলাদাভাবে হাদিস সংকলন করেছেন। যার নাম হল ‘বাব উল ফিতান’ বা ‘কিতাবুল ফিতান’।

কিন্তু হঠাৎ এই যুগ বা বিংশ শতাব্দীতে এসে কেন জানি মুসলিম উম্মাহ ও এই উম্মাহর দিকপাল আলিমদের প্রায় অধিকাংশই এই বিষয়ে এসে হোঁচট খেয়ে ছিটকে পড়েছেন। অথচ ১৯২৪ সালে খিলাফাহ ধবংসের পরবর্তী এই যুগে এই ‘বিষয়টি’ নিয়ে হওয়া উচিত ছিলো বহু আলোচনা ও বক্তব্য-উদ্ধৃতির। যা হচ্ছে তা নেহায়েতই যৎসামান্য। এমনকি গ্রন্থের সংখ্যাও বেশ অপ্রতুল।উল্টো যা হচ্ছে বা হয় তাও অসংখ্য ভূলে ভরা, কল্পনা ও শিয়া প্রভাবিত জাল বর্ণনায় সমৃদ্ধ। হিজবুত তাওহীদ নামক সংস্থা তো এই পুরো সভ্যতাটাকেই দাজ্জাল বানিয়ে দিল!!!
তবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সচেতন মুসলিম উম্মাহ জেগে উঠছেন। এর কারণ হল আমাদের আশে-পাশে এমন প্রচুর ঘটনা একটার পর একটা ঘটে চলেছে যা মুসলিম উম্মাহর ঘুম থেকে উঠতে এ্যলারমিং এর মত কাজ করছে। আল্লাহ তা’য়ালাই এই এ্যলারমের কাজটা করে দিচ্ছেন তাঁর আপন পরিকল্পনা মতে। যা পূর্বেই লিখিত ছিলো মুসলিম উম্মাহর তাকদীরে। আর এরই ফলস্বরূপ সবার আগে আমাদের আলিমগণও ধীরে ধীরে জেগে উঠছেন। আলাপ-আলোচনা, বক্তৃতা, লিখনি যা যা প্রয়োজন সব করছেন যার যার সাধ্য অনুযায়ী--- আলহা’মদুলিল্লাহি রাব্বিল আ’লামিন।
ঠিক তেমনই একটি উদ্যোগের Fruit হল মহাপ্রলয় গ্রন্থটি। চমৎকার লিখনি, মান সম্মত ভাবানুবাদ, উন্নত কাগজ ও বাইন্ডিং, সাথে কালারফুল চিত্র ও মসৃণ ছাপা--- এক কথায় অসাধারণ। আর এ ধরণের বই বাংলাদেশে একেবারেই হাতে গনা বলা চলে।
অপরদিকে বইটির বিশুদ্ধতার ক্ষেত্রে বলতে হয় এটি লিখেছেন শাইখ আল আরিফী (হাফিযাহুল্লাহ) যিনি আরব বিশ্বের একজন অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত আলেমে দ্বীন এবং দা'ঈ। দ্বীনের ক্ষেত্রে বিশুদ্ধতা বা যাচাই-বাছাই করে যিনি অসংখ্য গ্রন্থ রচনা করে মুসলিম উম্মাহকে করেছেন উপকৃত। রেখেছেন ঈর্ষনীয় অবদান।
.
তাই যারা বিশুদ্ধগ্রন্থ প্রিয় ও সচেতন পাঠক তাদের জন্য অন্তত এই Field of Study তে এটা একটি Must Read Book. 
.
আশা করছি- এই বইটি সুগভীর “আত্ন-উপলব্ধি”-র সাথে পড়ে, আখিরাতের জন্য নিজের “মন”-কে পবিত্র করে “জান্নাতে” নিজের ঘর তৈরিতে সচেতন মু’মিনরা আল্লাহ আযযা ওয়া আযালের সন্তুষ্টির দিকে দ্রুত ধাবমান হবেন............ ইন শা আল্লাহ।

এই বইটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো- এতে প্রচুর সচিত্র প্রতিবেদন দেয়া আছে। বইটির বিভিন্ন পেইজে বিভিন্ন হাদীস ও ঘটনার সাথে সম্পর্কিত বিষয়ের পাশে সংগত কারণেই বেশ কিছু ছবি দেয়া আছে। কারণটা হল পাঠক যেন বইটি পড়ে ও চিত্রগুলো দেখে কল্পনার গভীরে গিয়ে বিষয়গুলো আত্নস্থ করতে পারেন এবং বর্ণনাগুলোর পরিপূর্ণ চিত্রটি চোখের সামনে ভেসে উঠে।আর চিত্রগুলো কালারফুল হওয়ায় পড়তে একটা আলাদা ভালোলাগা অনুভূতি কাজ করবে বলে আমাদের বিশ্বাস...... ইন শা আল্লাহ।
এই বইটি পড়লে মুসলিম উম্মাহর হতাশা অনেকটাই কমে যাবে।কারণ বইটির পরতে পরতে প্রায়ই একটা বিষয় এখানে ফুটে উঠেছে, তা হল – ALLAH is Preparing us for Victory
প্রায় সব দিক দিয়েই এটি একটি সুখপাঠ্য। বই কিনে পড়ার অভ্যাস বাংগালী জাতির দিন দিন কমে যাচ্ছে। যারা দ্বীনদার তারাও পিছিয়ে নেই। অর্থাৎ তাদের অনেকেরই প্রায় একই রকম অবস্থা। বইটি বর্তমান সময়ের জন্য একটি ক্লাসিকাল মাষ্টারপিস। অন্তত এই ফিল্ডে। তাই বইটি পিডিএফ না পড়ে হার্ডকপি কিনে পড়লে এর আসল স্বাদ পাওয়া যাবে।
এছাড়াও আমাদের অনেকেরই ফ্যামিলি মেম্বার কিংবা আত্নীয়-স্বজন বা বন্ধুবান্ধব যারা ঠিক মত সালাহ আদায় করেন না তাদেরকে দাওয়াহর খাতিরে এই বইটি পড়ানোর সুযোগ করে দিলে অনেক ক্ষেত্রে ইন শা আল্লাহ তারা উপকৃত হবেন এবং আল্লাহ তা’য়ালার কাছে আবার ফিরে আসবেন ও নিয়মিত সালাহ আদায় করা শুরু করবেন, এই আশা রাখি।
তাই পি ডি এফ থেকে এই বইটির হার্ড কপি প্রত্যেক মুসলিমদের বাসায় বাসায় পৌঁছানোর চেষ্টা করা উচিত আমাদের। বাজারের ‘মকসুদুল মু’মিনিন’ বা রুপকথা সম্বলিত বইগুলো সরিয়ে এই বইটির প্রতিস্থাপন কতটা জরুরী তা এই বইটি যারা না পড়বেন তাদের বোধগম্য না হওয়াটাই স্বাভাবিক। কথা দিচ্ছি বইটি কিনে কেউ ঠকবেন না ইন শা আল্লাহ।
.
.
.
*** পৃষ্ঠা সংখ্যা- প্রায় সাড়ে তিন’শ। (প্রায় ৩৫০ পৃষ্ঠা)
*** মুল্য- ২৫০ টাকা (৫০% ডিস্কাউন্ট সহ, মূল মুল্য ৫০০ টাকা)

উত্তরাবাসীরা বইটি পাবেন,
(আল্লাহ্‌ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক)

বইটির বাংলা ভাষায় হার্ড কপি প্রকাশ করেছে,
হুদহুদ প্রকাশনী, কাঁটাবন মসজিদ কমপ্লেক্স, শাহবাগ।
(আল্লাহ্‌ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক)

রকমারি থেকে পেতে হলে, 
Like · Comment · 

Taweeez ke andar ki haqiqat : wears an amulet has committed shirk(Hadith)

Sadiya Maryam added a new photo.
4 hrs · 
Like · Comment · 
  • Sadiya Maryam and 25 others like this.
  • Allah is Sufficient for Believers and He is the Best Protector.
    Taweeez ke andar ki haqiqat dekh lien Aap he faisla karien kis cheez ko hifazat ke liye istemaal kar rahain hai...
    Allah Subhanahutallah hum tamaam ko in shirkiya aamaal se mehfoz rakhe Aameen
    ____________________________________

    *** It was narrated from ‘Uqbah ibn ‘Aamir al-Juhani that a group came to the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) [to swear their allegiance (bay’ah) to him]. He accepted the bay’ah of nine of them but not of one of them. They said, “O Messenger of Allaah, you accepted the bay’ah of nine but not of this one.” He said, “He is wearing an amulet.” The man put his hand (in his shirt) and took it off, then he (the Prophet (peace and blessings of Allaah be upon him)) accepted his bay’ah. He said, ‘Whoever wears an amulet has committed shirk.”
    (Narrated by Ahmad, 16969) 
    ___________________________________

    Kareem Sohail
    Like · Reply · 4 hrs
  • Abubakar Muhammad Factual fact
    Like · Reply · 1 · 3 hrs
  • Observing salat in congregation secures a Muslim person from Satan, and neglecting it makes Satan dominate him. And if Satan dominates a person, he harms him with sihr and other things which he can easily do. Abu Ad-Darda (RA) reported: "I heard the Prophet (Peace and Blessing upon Him) say: 'There are not three people in a town or in the countryside who do not observe congregational salat, but that Satan dominates them. Remain with the community, for the wolf seizes the solitary sheep moving away from the flock.'" Al-Bukhari: (Fath Al-Bari 3/34) and Muslim: (An-Nawawi: 6/63)
    Like · Reply · 1 hr

Darussalam Publishers & Distributors books are authentic, says Dr. Zakir Naik,

strick on photo;=
Image result for photo of dr zakir naik

Darussalam Publishers & Distributors books are authentic, says Dr. Zakir Naik, the prominent public speaker on comparative religion and founder & president of the Islamic Research Foundation.

#Darussalam #ZakirNaik