Friday, 1 January 2016

সাবধান, খিযির ( আঃ ) জীবীত আছেন, একথা সূফিদের তৈরী


"খিযির (আঃ) ও ইলিয়াস (আঃ) এর দীর্ঘ জীবন"
"সূরা কাহাফের মধ্যে আল্লাহ্‌ মূসা ( আলাইহিস্ সালাম ) এর সাথে আল্লাহ্‌র একজন বান্দার কিছু ঘটনা উল্লেখ করেছেন, কুরআনে এই বান্দার নাম উল্লেখ করা হয়নি, তবে সহীহ্ হাদীসে উল্লেখ করা হয়েছে যে, এই বান্দার নাম 'খাযির' (প্রচলিত বাংলায়ঃ খিযির)
এই একটি মাত্র ঘটনা ছাড়া অন্য কোন ঘটনায় খিযির (আঃ) এর বিষয়ে কোন সহীহ্ বর্ণনা নেই,
যেমন, তার জম্ম, বাল্যকাল, কর্ম, নবুয়াত,
কোরআন ও সহীহ্ হাদীসের এই একটি ঘটনা ছাড়া, ঘটনার পরবর্তী কালে তার জীবন ও তার মৃত্যু সম্পর্কে কোন প্রকারের কোন বর্ণনা কোন সহীহ্ হাদীসে নেই, তিনি আবে হায়াতের পানি পান করেছিলেন ইত্যাদি কথা সবই ইহুদী, খৃষ্টানদের মধ্যে প্রচলিত কথা মুসলিম সমাজে প্রবেশ করেছে,

আল্লামা মাউসিল বলেনঃ খিযির ( আঃ ) ও ইলিয়াস ( আঃ ) দীর্ঘ জীবন পেয়েছেন, তারা রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) কে দেখেছে বা কথা বলেছেন, তার পরে বেচেঁ আছেন, ইত্যাদি অর্থে বর্ণিত সকল হাদীসই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি বলেনঃ ইমাম আহমেদ ইবনে হাম্বল ( রহঃ ) কে খিযির ( আঃ ) ও ইলিয়াস ( আঃ ) এর দীর্ঘ জীবন ও জীবিত থাকার বিষয়ে জিজ্ঞাসা কলা হয়, তিনি বলেনঃ সয়তানই এই এইবিষয়টি মানুষের মধ্যে প্রচারিত করেছে,
এবিষয়ে ইমাম বুখারীকে প্রশ্ন করা হয় যে, খিযির ( আঃ ) ও ইলিয়াস ( আঃ ) কি এখনো জীবিত আছেন?
ইমাম বুখারী বলেনঃ তা অসম্ভব,
কারণ, রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেনঃ আজকে দুনিয়ায় যারা জীবিত আছেন তাদের সকলেই 100 বছরের মধ্যে মৃত্যু বরণ করবেন,
ইবনুল জাওযী, খিযির ( আঃ ) ও ইলিয়াস ( আঃ ) এর দীর্ঘ জীবনের বিষয়ে বলেনঃ এই কথাটি কোরআনের আয়াতের পরিপন্থী,
কারণ, মহান আল্লাহ্ তা'য়ালা এরশাদ করেছেনঃ আপনার পূর্বে কোনো মানুষকেই আমি অনন্ত জীবন দান করিনি? সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে। সূরা আম্বিয়াঃ-34
সুতরাং,খিযির ( আঃ ) জীবীত আছেন, একথা সূফিদের তৈরী, সাবধান! হে'মুসলিম ?
[ জান্নাতুল ফেরদাউস to কোরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন গড়ুন।]

No comments:

Post a Comment