Friday, 23 September 2016

অধিকাংশ মানুষ করলেই কি সঠিক হয়?

অধিকাংশ মানুষ করলেই কি সঠিক হয়?কারন বর্তমান অনেকে বলে থাকে যে এত বড় বড় হুযুরগুলা কি বুজেনা‚তারা কি জানেনা‚এত হাজার হাজার মানুষ কি ভুল করতেছে?দেখা যাক কোরআন এইক্ষেত্রত কি কয়

1)surah Rad (13:1): আলিফ লাম মিম রা‚তা কোরআনে আয়াত.....কিন্তূ অধিকাংশ লোকেই তা অবিশ্বাস করেনা। (অর্থাৎ অধিকাংশই কোরআনের প্রতি অবিশ্বাসী)

2)surah Baqarah(2:243): অধিকাংশ লোকেই অকৃতজ্ঞ ।

3)surah An'am(6:116):" আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মানেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে (গোমরাহ করবে কারন) তারা কল্পনার অনুসারী এবং তারা মনগড়া কথা বলে ।"

4) Surah Yusuf (12:106): "তাদের অধিকাংশ মানুষ শির্কযুক্ত অবস্থায় ঈমান আনে ।[অর্থাৎ অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও শির্ক করে আর শির্ককারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী যদি না মৃত্যূর আগে তওবা করে।](surah Nisa 4:48) ।

তাহলে কোরআন বলছে অধিকাংশ হইলেই সঠিক হয়না ।কথাটা একটু ভেবে দেখবেন ।(

No comments:

Post a Comment