Friday 23 September 2016

অধিকাংশ মানুষ করলেই কি সঠিক হয়?

অধিকাংশ মানুষ করলেই কি সঠিক হয়?কারন বর্তমান অনেকে বলে থাকে যে এত বড় বড় হুযুরগুলা কি বুজেনা‚তারা কি জানেনা‚এত হাজার হাজার মানুষ কি ভুল করতেছে?দেখা যাক কোরআন এইক্ষেত্রত কি কয়

1)surah Rad (13:1): আলিফ লাম মিম রা‚তা কোরআনে আয়াত.....কিন্তূ অধিকাংশ লোকেই তা অবিশ্বাস করেনা। (অর্থাৎ অধিকাংশই কোরআনের প্রতি অবিশ্বাসী)

2)surah Baqarah(2:243): অধিকাংশ লোকেই অকৃতজ্ঞ ।

3)surah An'am(6:116):" আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মানেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে (গোমরাহ করবে কারন) তারা কল্পনার অনুসারী এবং তারা মনগড়া কথা বলে ।"

4) Surah Yusuf (12:106): "তাদের অধিকাংশ মানুষ শির্কযুক্ত অবস্থায় ঈমান আনে ।[অর্থাৎ অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও শির্ক করে আর শির্ককারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী যদি না মৃত্যূর আগে তওবা করে।](surah Nisa 4:48) ।

তাহলে কোরআন বলছে অধিকাংশ হইলেই সঠিক হয়না ।কথাটা একটু ভেবে দেখবেন ।(

Thursday 22 September 2016

দেখুন কি তাওয়াক্কুল

### রফিক সাহেব :-
একজন সরকারি কর্মকর্তা। ১৮ লাখ টাকা পেনশন পেয়েছেন। সম্পূর্ণ টাকা ব্যাংকে রেখেছেন যাতে ভবিষ্যতে রোগ ব্যধি হলে দেখাতে পারেন। ও হ্যা মাস শেষে ১৮ হাজার তুলতে উনি কখনো ভুলেন না!
মাত্র ৪ বছরের মাথায় উনি ক্যান্সারে আক্রান্ত হলেন।

### আফসানা:-
নিজের পায়ে না দাড়ানো পর্যন্ত নাকি বিয়েই করবে না। স্বামীর টাকায় নাকি সে চলবে না।৪০ বছর হয়ে গেল মেয়েটার এখনো বিয়েই হলো না!

### রুমি :-
অনেক পড়ালেখা করে রুমি। ও বলে পড়ালেখা না করলে ভালো চাকরি জুটবে না। বিয়ের পর যদি স্বামী মারা যায় তখন তার কি হবে! ভবিষ্যতের কথা তো বলা যায় না!হায় কি ভাগ্য বিয়ের ৫ বছর পর স্বামী মারা গেল!

------নিয়্যাহ কতটা পাওয়ারফুল একবার ভেবে দেখেন। উনারা সবাই কিন্তু আমাদের আশেপাশেই আছে।

রফিক সাহেব টাকা জমা রাখেন কারণ রোগ হবে বলে। দেখুন উনি নিজেই নিজের রোগকে কিভাবে ডেকে আনছেন!

আফসানার বরই জুটলো না বরের টাকায় চলা তো দূরের কথা।

রুমি চাকরি করে,কারণ তার স্বামী মারা যাবে বলে। উনারা কাজটা করার আগে নিজেরাই কিভাবে নিজেদের গতিকে ঠিক করে দিচ্ছে!

সুবহানআল্লাহ! তাদের কাজটা কিন্তু তাদের নিয়্যাহ অনুযায়ীই এগিয়ে যাচ্ছে।
উনারা যারা যা চেয়েছিল সবাই তাই পেয়েছে!

হাজেরা (আঃ) ইব্রাহীম (আঃ) কে বললেন, মানুষ নেই ঘর নেই পানি নেই গাছ নেই এমন জায়গায় আপনার স্ত্রী পুত্রকে একা ফেলে কোথায় চলে যাচ্ছেন! আল্লাহ কি আপনাকে এমন করতে বলেছেন?

ঠিক ক আছে আপনি যান। তিনি আমাদের ধ্বংস করবেন না!
দেখুন কি তাওয়াক্কুল!
এই হাজ্জেও হাজীরা সাফা-মারওয়া পাহাড় দৌড়াবে জমজম কূপের পানি খাবে শুধুমাত্র তার এই তাওয়াক্কুলের কারণে! সুবহানাল্লাহ!

মূসা ( আঃ) নিজ শহর ত্যাগ করলেন। ভাবলেন না কোথায় থাকবেন কি খাবেন। বরং বলে যাচ্ছেন নিশ্চয় আল্লাহ পথ দেখাবেন। আল্লাহ সুবহানু ওয়া তা'লা তাকে থাকার ব্যবস্থা করে তো দিলেনই সাথে জীবনসঙ্গীসহ ১০ বছর থাকার ব্যবস্থা করে দিলেন।

জানেন রফিক সাহেব কি বলেছিলো অপারেশনের পর? টাকাটা ব্যাংকে রেখেছিলাম বলেই আজকে অপারেশনের টাকাটা জুটলো না হলে বিছানায় থেকে মরতে হত।
উনি উনার স্টেটমেন্ট হয়ত ভুলে গেছেন।উনি ব্যাংকে টাকা রেখেছিলেন এই বলে যে একসময় তার রোগ হবে!

আজকে আপনি আমি আমরা সবাই আল্লাহ কে ভয় করা বাদ দিয়ে ভয় করি রোগকে, ভয় করি টাকা না থাকাকে।

আমরা কতটা নিচে চলে গেছি ভেবে দেখুন! অজান্তেই শিরকের সাথে জড়িয়ে যাচ্ছি আর ওরা মাজারে যায় দেখে বলি 'আরে ও তো মরে গেছে ও কিভাবে তোমাকে দিবে' ওরটাতো দেখা যায় ওকে না হয় বোঝানো যাবে কিন্তু আপনারটা? আপনারটাতো দেখা যায় না কে বোঝাবে আপনাকে?

আপনি ছাত্র হলে পড়ালেখাটা আল্লাহর জন্য করুন। চাকরিটা আল্লাহর জন্য করুন। তাঁর নিয়মের ভিতরে থেকে করুন। তাওয়াক্কুল রাখুন। ভাল ভাল নিয়্যাহ করুন। আপনি সবার থেকে সুখী হবেনই! কেউ ঠেকাতে পারবে না!
(সালাউদ্দিন চৌধুরী)(courtesy. Jahangir Alambd)